১০/২/২০১৯, কুলিক রোববার :
ছাপ্পান্ন ইঞ্চি
অঞ্জন রক্ষিত
আমি পুরুষ হয়েই বাঁচতে চাই
শর চালিয়ে যাব তোমার মূর্তির সামনে
হয়ত কোনদিন তুমি আঙুল চাইবে না
ভালোবাসার উপহারে
কারণ
তুমি নিজের আঙুলের চাইতেও কাঁটাচামচ বেশী ভালোবাসো….
হয়ত কোনদিন আমি কাঁদতে পারব না
আমার মনটা ন্যাংটো করে দেবার জন্য
পাব্লিক প্লেসে
কারণ
আমি জানি কোন কৃষ্ণ আমার প্রার্থনা শুনবে না কোন নতুন মন পাঠিয়ে……
জানি আমার অসম্মানে
কোন মহাভারত লেখা হবে না I
আমি কোন মহাকাব্য চাই না
আমি কোন দুঃখের ভাগাভাগি চাই না
আমি চাই শর্ট হাইট বরকে দেখে কেউ ফিসফিস করলে
স্ত্রী রা বলুক ইয়েস হি ইস মাই ডিয়ার
আর বর কালো হলেও বলুক রং এ কি এসে যায়
সব অসহায়তাকে আগলে এসে বলুক ম্যায় হু না…
আমি চাই ওড়নার মতো
শার্টের বোতামগুলোরও যত্ন হোক
পৃথিবীর সব বুক ছাপান্ন ইঞ্চি হোক I