30/12/2018,কুলিকরোববার, কবিতা:
বীক্ষণ
শবরী শর্মা রায়
শীতকালে রোদ্দুর না থাকলে কি ভীষণ শূন্যতা ছড়িয়ে পড়ে চারপাশ
শূন্যতার শর্ত নেই কোনো
ভালমন্দ দায় নেই
সংসার ছেলেমেয়ে নেই
আমার ভুলত্রুটি নিয়ে শূন্যতার
মাথাব্যথা নেই
বুড়ো শীতকাল আমাকে শূন্যতার ছবি এঁকে দিয়েছিল
ছবির পূবদিকে বইছে মেঠো হাওয়া
মাঝেমাঝে আমি সেই মাঠে বসে
একা
গাছেদের সন্ধ্যা হওয়া দেখি