১৬/০৯/১৮,কুলিক রোববারঃ
অভিমান
স্নেহাশিস দত্ত চৌধুরী
ওই নদীপারে ঘরবাড়ি তোর
এই পারে থাকি আমি
জল ছুঁয়ে দিলে মনে ক’রে দেখি
ভুলে গেছি তোর নামই।
সেই কবে যেন খুব জল হ’ল
ভাঙা ঘর ভাঙা পার
তোর খড়কুটো ভেসে চলে এল
দ্বিধাহীন নির্ভার।
ডুবে গেছে ঘর যেন চরাচর
জলময় বানভাসি
জলবাড়ি যার, মন যেন তার
জেগে থাকে বারোমাসই।
জল নামে, তবু আজও গায়ে লেগে
পলিমাটি অভিমান
যদি দুই পার ‘ভালোবাসি’ বলে–
নদী পেতে আছে কান!
অসাধারণ