ওয়েবডেস্ক, এপ্রিল ৪, ২০১৯ :একেই বলে কপাল!! ১৮৮ সিটের বিশাল ৭৩৭-৮০০ বোয়িং বিমানের একা যাত্রী!তাও আবার গোটা বিমান ভাড়া না করেই!ভাবা যায়!
কপালে থাকলে সবই হয়।আসলে ইতালির বার্গামো থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যাওয়ার জন্য এই বোয়িংটি ভাড়া করে ছিলো একদল পর্যটক।ফেরার পথে বিমানটি ফাঁকা যাবে দেখে ইতালি যাওয়ার কিছু টিকিট বিক্রি করে বিমান সংস্থা।কয়েকজন টিকিট কাটলেও যাত্রা করেন মাত্র একজন লিথুয়ানিয়ান যাত্রী স্কারমান্তাস স্ট্রিমাইটিস।
প্রথমে বিমানে উঠে চালক ও বিমানকর্মীদের ছাড়া আর কাউকে না দেখে অবাক হন তিনি।পরে বিষয়টি বুঝতে পেরেই সেলফি তুলে পেষ্ট করেন।সোশ্যাল মিডিয়ায়।আর যা হওয়ার তাই হলো।কয়েক মিনিটেই অখ্যাত স্কারমান্তাস ফেমাস্ হয়ে গেলেন।ভাইরাল হলো ভিডিও।