ঝাড়গ্রাম, ১৪ ফেব্রুয়ারি : সকালে জঙ্গলে গিয়ে ছিলেন ছাগলকে খাওয়ানোর জন্য ঘাসপাতা ও কাঠ আনতে। সেই সময় জঙ্গলের মধ্যে নেকড়ের আক্রমণের মুখে পড়েন তিনি। আহত ছয় জনের মধ্যে এক জন শিমূলডাঙার। বাকি জন ঘিতখাম অঞ্চলের মানুষ।ঝাড়গ্রামের শিমূলডাঙায় বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। আহতদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বনকাটি অঞ্চলের একজন মহিলাও রয়েছেন।
নেকড় বাঘের অতর্কিতে আক্রমন:আহত ৭
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on