ওয়েব ডেস্ক,১৮/৯/২০১৮:রায়গঞ্জ শহরে এল আই সি অফিসের পাশ দিয়ে সুপার মার্কেট যাওয়ার রাস্তায় প্রচন্ড গতিতে থাকা গাড়ি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে দুটি পোল ভেঙে দেয়। এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। রাস্তা বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, ড্রাইভারের অপ্রকৃতস্থ অবস্থায় গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ। সৌভাগ্যবশত স্থানীয় এক ডাক্তার (সার্জেন) এর এই গাড়িতে আরোহী কেউ ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের অভিমত আতঙ্কিত মানুষ দ্রুত সরে যাওয়ায় ও গাড়িতে আরোহী না থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। স্থানীয় কাউন্সিলর সাধন কুমার বর্মন উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করছেন।
Recent Comments
অভিমান
on