বাস ও গাড়ির সংঘর্ষে ভোর ৩টা থেকে ৪টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সেইসময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। পিলিভিটের এসপি জয় প্রকাশ জানিয়েছেন, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়,আহত হ্ন ৩২ জন যাত্রী। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
https://platform.twitter.com/widgets.js7 dead and 32 injured after a bus and a Bolero collided with each other in Puranpur area: Jai Prakash, SP Pilibhit pic.twitter.com/l918gQiwIR
— ANI UP (@ANINewsUP) October 17, 2020