২০/২/২০১৯, স্বপন পাল : ইটাহারে দুটি পৃথক দূর্ঘটনায় গুরুতর জখম এক ও মৃত্যু এক ব্যক্তির । দুপুর নাগাদ কুয়ারপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে ভূটভূটি একটি সাইকেলকে ধাক্কা দিলে সাইকেল আরোহী বড়জাহান আলি গুরুতর জখম হন। তাঁকে ইটাহার ব্লক স্বাস্হ্য কেন্দ্রে আনেন স্হানীয় বাসিন্দারা। অন্যদিকে বাঙ্গার পাড়া এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে সামশুল হক (৫২) নামে এক ব্যক্তিকে একটি ছোট গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় বলে বলেন স্হানীয় বাসিন্দারা জানান। স্হানীয় বাসিন্দারা আহত কে ইটাহার ব্লক স্বাস্হ্য কেন্দ্রে
নিয়ে এলে তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার তরা হয়। রায়গঞ্জ নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। মৃতার ছেলে খুরশেদ আলি বলেন বাবা নাতনীর বাড়ি যাচ্ছিল বিয়ে খেতে বাঙ্গার এলাকায় রাস্তা পার হতে গাড়ি ধাক্কা মারলে মৃত্যু হয়।এদিন খবর পেয়ে দুর্ঘটনায় স্থলে ও স্বাস্হ্য কেন্দ্রে যায় ইটাহার থানার পুলিস।