১৯/২/২০১৯, ওয়েবডেস্ক : আগামি লোকসভা ভোটে মোদিকে ভোট না দেওয়ার আর্জি জানালো শহিদ অজয় কুমারের পরিবার।পুলওয়ামা হামলার প্রতিশোধ নিতে গিয়ে শহিদ হওয়া চার
বীর সেনানির অন্যতম অজয় কুমার।
মঙ্গলবার সকালে পিতৃক বাড়িতে তার( দেহ পৌছালে এলাকার বহু মানুষ আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে।সেই সময় বিজেপি বিধায়ক সঙ্গীত সোম ও মন্ত্রী সতপালও উপস্থিত হলে শহিদের পরিবার পরিজনরা তাদের কাছে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে থাকেন।সেই সঙ্গেই উপস্থিত অগনিত মানুষের কাছেও আবেদন করতে থাকেন যাতে তারা কেউ নরেন্দ্র মোদিকে ভোট না দেন।অস্বস্তির মধ্যে পড়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয় বিজেপি নেতা মন্ত্রীদের।