ওয়েবডেস্ক,চোপড়া:চোপড়া ব্লকের অন্তর্গত কালাগজে অডিটোরিয়াম নির্মাণের কাজ শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ৭ কোটি এক লক্ষ ১ হাজার ৬০ টাকার বিনিময়, এই দিনে শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান ইসলামপুর বিধায়ক কানাইলাল আগরওয়াল, জাবেদ আখতার এবং চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন ও একাধিক ব্যক্তিত্ব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান অনেক শিল্পীরা অডিটোরিয়ামে তাদের অনুষ্ঠান করতে পারবে বিভিন্ন স্কুল থেকে এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রিহার্সেল এবং চোপড়া এলাকার একাধিক অনুষ্ঠান এই মঞ্চে করা যাবে।
Recent Comments
অভিমান
on