ওয়েব ডেস্ক,২৩/৯/২০১৮:বিশেষ শর্ত সাপেক্ষে বাজি কেনাবেচা যাবে বলে রায় দিল সুপ্রিম কোর্ট।সুপ্রিমকোর্টের বিচারপতি একে সিকরি ও অশোক ভূষনের বেঞ্চ বাজিবিক্রি তে ইতি না টেনে জানিয়েছেন, শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত বিক্রেতা দের থেকেই কেন যাবে বাজি।ফলে কার্যত আমাজন বা ফ্লিপকার্টের মত অনলাইন সাইট গুলো থেকে বাজি কেনায় নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত।যে বাজিতে দূষণ কম,সে সমস্ত বাজি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।এছাড়া দীপাবলি তে রাত্রি ১০টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।বড়দিন বা নিউইয়ারে রাত্রি ১১.৪৫ থেকে ১২.৩০টা পর্যন্ত ফাটানো যাবে বাজি বলে রায়ে জানিয়ে আদালত।
বাজি ফাটাবার সময় নিদিষ্ট করে দিলো সুপ্রিমকোর্ট।জেনেনিন দিপাবলিতে কখন ফাটান যাবে বাজি।
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on