উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাটোলের ভাতুনে বোমা বাঁধতে গিয়ে জখম হলেন বাবা ও ছেলে। আজ (সোমবার) সন্ধ্যের পর ভাতুনের নুরুল আনসারির বাড়িতে জোরালো বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে বাবা নুরুল ও ছেলে আফজল আনসারি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণে বাবা নুরুল আনসারির ডান চোখ নষ্ট হয়ে যায় ও ছেলে আফজলের ডান হাত ঝলসে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস। আনসারি বাড়িতে অনেক বোমা মজুত করা ছিল বলে জানা গেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে আহত বাবা ও ছেলেকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
Recent Comments
অভিমান
on