ওয়েব ডেস্ক,চোপড়া,২৩/৯/২০১৮ : নিজের জন্মদিনটা প্রতিবছর অন্যরকম ভাবে পালন করেন চোপড়া দাসপাড়ার সাংবাদিক ও সমাজ সেবী মুতাহার কামাল । শুধু আত্মীয়পরিজনকে নিয়ে কেক বা পায়েস মিষ্টিতেই সীমাবদ্ধ থাকেনা তার চিন্তাভাবনা । মানুষের জন্য কিছু করার তাগিদে নিজের জন্মদিনটাকেই বেছে নিয়েছেন এই সাংবাদিক । অন্যান্য বছরের মতো এবছরেও তাঁর উদ্যোগে ৩৫ কিলোমিটার রাস্তা দূরে ইসলামপুর হাসপাতালে গিয়ে স্বেচ্ছা রক্তদান করেন । মুতাহার কামাল আমাদের জানান জন্মদিনে দান করুন রক্ত । আপনি কি জানেন, প্রতি বছর আমাদের দেশে ১৮ থেকে ৬০ বছর বয়সী যত সু্স্থ সমর্থ মানুষ আছেন, তারা যদি শুধুমাত্র জন্মদিনেই রক্ত দান করেন, তাহলেই আমাদের দেশের পুরো রক্তের চাহিদা স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে পূরণ করা সম্ভব। সুতরাং, জন্মদিনে রক্তদান করুন এবং জন্মদিনটি একটি মহৎ কাজে উৎসর্গ করুন। পৃথিবীতে আপনার আগমনের এই দিনটিকে স্মরণীয় করে রাখুন, এবং সাথে সাথে লাভ করুন আত্মতৃপ্তি । রক্ত দিন, জীবন বাঁচান ।
পায়েস-মিষ্টি নয় নিজের জন্মদিন রক্তদান করে পালন করল চোপড়ার মুতাহার
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on