৬/১১/১৮,ওয়েবডেস্কঃ কালীপুজোর আগের দিন সন্ধ্যায় দক্ষিণেশ্বর এ একটি স্কাই ওয়াকের উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল, সোমবার বিকেলে সেই জন্য নির্দিষ্ট সময়ের অনেক আগেই মন্দিরে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর আনুষ্ঠানিক ভাবে স্কাই ওয়াকের উদ্বোধন করেন তিনি।এই অত্যাধুনিক স্কাই ওয়াকের দৈর্ঘ্য ৩৪০মিটার,১০ মিটার চওড়া এই স্কাই ওয়াক১৪টি সিঁড়ি ও ৪ টি লিফট রয়েছে।এই স্কাই ওয়াকের জন্য খরচ হয়েছে ৬০কোটি টাকা।আজ অর্থাৎ কালীপুজার দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয় এই স্কাই ওয়াক।
কালীপূজোর দিন নাগরিকদের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বর এর স্কাই ওয়াক
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on