৭/১০/১৮,ওয়েবডেস্কঃ
দীর্ঘ দিন থেকেই সমস্ত বিরোধী দলগুলির অভিযোগ বিজেপি একটির পর একটি রাজ্যে ইভিএম এ কারচুপি করে নির্বাচনে জেতার চেস্টা করে আসছে। বেশ কয়েকটি ক্ষেত্রে তারা সফল ও হয়েছে বলে তাদের দাবী। যদিও একদিকে বিজেপি, অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ ভিত্তিহীন। কিন্তু সম্প্রতি বিজেপি আই টি সেলের এক প্রাক্তন কার্য্যকর্তা ই ভি এম হ্যাক করার অভিযোগে শিমলাতে গ্রেফতার হওয়ায় বিরোধীদের অভিযোগ অনেকটাই মান্যতা পেল। বিশেষ করে শচীন রাঠৌর নামের এই ইঞ্জিনিয়ার যে বিজেপি-র আইটি সেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তিনি এক চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে জানিয়েছেন যে তিনি খুব সহজেই ইভিএম হ্যাক করতে পারেন এবং একাধিক ক্ষেত্রে তিনি তা করেছেন ও। সম্প্রতি হিমাচল প্রদেশের কয়েকজন নেতার সঙ্গে তার সমঝোতা হয় যে তিনি তাদের হয়ে ইভিএম হ্যাক করবেন এবং এর জন্য তিনি দশ লক্ষ টাকা করে নেবেন। হিমাচল পুলিশ গোপনে এই তথ্য জানতে পেরে বেশ কিছুদিন ধরে তাকে খুজছিল, অবশেষে মহারাষ্ট্রের নাদের জেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশদ্রোহীতা ও ভুল তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর আশঙ্কা ইভিএম কারচুপি করেই বিজেপি ফের ক্ষমতায় আসার চেষ্টা করবে।
পুলিশের জালে ই ভি এম হ্যাকার, ফের জোড়ালো হলো ব্যালট ফিরিয়ে আনার দাবি :
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on