ওয়েবডেস্ক:রায়গঞ্জ: অনুষ্ঠিত হলো ‘বাল্য বিবাহ ও ঋতুকালীন পরিচ্ছন্নতা’ বিষয়ে বামনগ্রাম হাসিমুদ্দিন হাইস্কুল ও বামুহা তপশীলি হাইস্কুলের কন্যাশ্রী প্রকল্পে অর্থ সাহায্য প্রাপ্ত ছাত্রীদের নিয়ে এক দিনের একটি কর্মশালা।
বামনগ্রাম তপশীলি হাইস্কুলের প্রধান শিক্ষক ও ব্লকের প্রতিনিধি ডাটা ম্যানেজার সুভাষ কুমার আর্য অনুষ্ঠানে উপস্থিত থেকে বাল্য বিবাহের বিপদ ও ঋতুকালিন পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা বিষয়ে ছাত্রীদের সচেতনতা মূলক পাঠ দেন।
প্রায় দুশো ছাত্রী এদিনের কর্মশালায় অংশ নেয়।শেষে নাটক পরিবেশন করে কলকাতার ‘কও কথা’ নাট্যগোষ্ঠী।