উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও রায়গঞ্জ ব্লক প্রশাসনের সহযোগীতায় ১২ নং বরুয়া গ্রাম পঞ্চায়েতের সিজগ্রাম জুনিয়ার হাই স্কুলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের পরিষেবা সংক্রান্ত বিশেষ সচেতনতা শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মীনা, শ্রী গোবিন্দ দত্ত (DPLO), শ্রী প্রকাশ মৃধা (CMOH), শ্রী সৈকত গাঙ্গুলী (স্বনির্ভর ও স্বনিযুক্তি আধিকারীক), শ্রী শুভেন্দু রায় (DMDC), রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারীক শ্রীমতি অনুরাধা লামা ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি ছিতা টুডু এবং ১২নং বরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী ধনেশ্বর বর্মন ও আরো অনেকে। এদিন ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের ক্যাম্প অফিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের জনমূখী কর্মসূচির সুবিধা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মীনা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে প্রচুর সরকারি সুবিধা দেওয়া হয়। যেমন স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজ, জামা-কাপড়, সবুজসাথীর সাইকেল, বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার জন্য ঋণ, গীতাঞ্জলি ও বাংলার আবাস যোজনার গৃহ, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্প ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সম্পর্কে সচেতন করেন। জেলা স্বাস্থ্য আধিকারীক প্রকাশ মৃধা সাধারণ মানুষকে কিডনি পাচার সম্পর্কে সচেতন করেন। এদিন বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারের সুবিধা সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এবং বিভিন্ন দপ্তরের উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করা হয়। গ্রামীণ মানুষের কাছে প্রশাসন এসে সরকারী সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ফলে সাধারণ মানুষের মধ্যে ভীষণ উৎসাহ লক্ষ্য করা গেছে।