কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী অনন্ত কুমার আজ রাতে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল মাত্র 59 বছর। দক্ষিণ ব্যাঙ্গালোর লোকসভা আসন থেকে নির্বাচিত অনন্ত কুমার 2014 সাল থেকে মন্ত্রীসভার সার ও রসায়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। পরে 2016 সালে তাকে অতিরিক্ত সংসদ বিষয়ক দপ্তরের দ্বায়ীত্ব অর্পণ করা হয়। বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং গত কয়েকদিন তাকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত মন্ত্রীর স্ত্রীর সাথে ফোনে কথা বলে তার শোক জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি এক ট্যুইটের মাধ্যমে শোকবার্তা প্রকাশ করে জানিয়েছেন যে প্রয়াত নেতা একজন অত্যন্ত দক্ষ প্রশাসক ছিলেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। পাশাপাশি তাকে তিনি বিজেপির একজন সম্পদ আখ্যা দিয়ে জানিয়েছেন যে কর্ণাটকে দলের শক্তি বৃদ্ধিতে তার প্রচুর অবদান রয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাস্ট্রপতি রাম নাথ কোবিন্দ, কর্ণাটকের মূখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অনন্ত কুমারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।
মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার, শোক বার্তা রাস্ট্রপতি – প্রধানমন্ত্রীর
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on