১/১/২০১৯,ওয়েবডেস্কঃ২০১৮ এর শেষ কয়েকটিদিনের থেকে ভিন্ন হল না নতুন বছরের শুরুটাও।বিদায় নিলেন আরও এক বিখ্যাত মানুষ অভিনেতা কাদের খান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ কানাডার এক নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই কাদের খান শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য ভেন্টিলেশনে ছিলেন বলে জানান তার পুত্র সরফরাজ।মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তিনি প্রগ্রেসিভ সুপ্রানিকিউলার পালসিতে আক্রান্ত ছিলেন।এই মারাত্মক রোগে ভারসাম্য হ্রাস,হাঁটাচলায় সমস্যা এবংডিমেনশিয়ার মতো সমস্যার সৃষ্টি হয়।হিন্দি চলচিত্র জগতের জনপ্রিয় অভিনেতা কাদের খান আশির দশক থেকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করছিলেন।প্রথমে খলনায়কের ভূমিকায় তাকে দেখা গেলেও নব্বইয়ের দশক থেকে পরবর্তী সময়ে মজাদার চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনতো। জীবনের শেষদিন গুলো অবশ্য কেটেছে কানাডায় তার ছেলের কাছেই।সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচিত্র জগতসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
Recent Comments
অভিমান
on