১/১০/১৮,ওয়েবডেস্কঃ স্টেট ব্যাংকের নয়া পদক্ষেপ। একদিনে এটিএম থেকে ২০ হাজারের উর্দ্ধসীমা
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে স্টেট ব্যাংকের গ্রাহকরা একদিনে সর্বোচ্চ ২০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না।এতদিন পর্যন্ত এই ঊর্ধ্ব সীমা ছিল ৪০ হাজার টাকা।বেআইনি লেনদেন বন্ধ করা ও ক্যাশলেস লেনদেন এর প্রচলন বাড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর পি কে গুপ্তা।শ্রী গুপ্তার বয়ান অনুযায়ী স্টেট ব্যাঙ্কের এক বিশেষ তদন্ত কারী কমিটির পরিসংখ্যান অনুযায়ী স্টেট ব্যাংকের আসল গ্রাহকরা একদিনে ২০ হাজার টাকার বেশি এ টি এম থেকে তোলেন না।সুতরাং ২০ হাজার টাকার সর্বোচ্চ সীমা বেঁধে দিলে তাদের পক্ষে অসুবিধাজনক হবে না।এ টি এম জোচ্চুরি,ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বাড়ানোর জন্যই স্টেট ব্যাঙ্কের এটি একটি নয়া সংস্কারমূলক পদক্ষেপ।
এটিএম থেকে টাকা তোলার উর্দ্ধসীমা বদলালো SBI
Recent Comments
অভিমান
on