23/12/2018,ওয়েবডেস্ক: রাঙাপুকুর প্রাইমারী স্কুলের মাঠে শান্তি ও সম্প্রীতির এক দিবসীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো আজ। ৮টি দল অংশগ্রহন করে এই খেলায়। পরিচালনায় ছিলেন DYFI রায়গঞ্জ দক্ষিন লোকাল কমিটি। উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি গৌতম বর্মন।
প্রধান অতিথি ছিলেন সাংসদ মহঃ সেলিম উপস্থিত।
এছাড়াও উপস্থিত ছিলেন DYFI এর অন্যান্য নেতৃত্ব। প্রধান অতিথি সাংসদ মহঃ সেলিম এদিন বলেন “আমাদের দেশে যারা খেলাধূলায় সাফল্যের শীর্ষে পৌছায় তাদের নিয়ে যতটা মাতামাতি হয়, খেলোয়াড়দের তৈরী করবার জন্য পুষ্টিকর খাবার, মাঠ, প্রশিক্ষণ এর জন্য ততটা উদ্যোগ নেওয়া হয় না। উঠতি খেলোয়াড়দের পাশে DYFI থাকে, এবং থাকবে এই প্রত্যাশা রাখছি”।আজকের এই খেলায় চ্যাম্পিয়ান হয় ছত্রপুর সিক্স স্টার ও রাণার্স আপ দল শিয়াগ্রাম ইয়ং স্টার।