২/১/১৯, ওয়েবডেস্ক,মুতাহার কামাল:- শীতের মরশুমে কেউ পরিবার কে নিয়ে কেউবা বন্ধুবান্ধীবের নিয়ে মজার ছলে ঘুরছে পিকনিক খাবে বলে। কিন্তু এই ভরা শীতে সেভ ড্রাইভ সেফ লাইফ সচেতনতা প্রচার করে নজর কারলেন চোপড়া ব্লকের এক শিক্ষক। জানা যায়, নিজের বাইক চেপে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারের কান্ডারী সত্যেন বর্মন এক জন প্রাইমারি স্কুল শিক্ষক। মঙ্গলবার চোপড়ার হাপতিয়া গাছ এলাকায় যখন দুরদুরান্ত থেকে ছুটে আসা মানুষেরা পিকনিক স্পটে খাওয়া দাওয়া গান বাজনা নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় মাথায় হেলমেট পরে প্রচার করছে সেভ লাই সেভ ড্রাইভ। এছাড়াও তিনি নিজের বাইকে চেপে মাথার হেলমেটে সেভ ড্রাইভ নিয়ে বড় করে লিখে প্রচার করছেন বাইক ধিরে চালাও জীবন বাচাঁও। তিনি যেখানেই যান এই প্রচার করতে থাকেন বলেও জানা যায়। তিনি আরো জানিয়েছেন, ২০১৯ আমাদের কাছে নতুন বছর, এই নুতুন বছরের যাতে কোন রকম দুর্ঘটনা বছরের শুরুতে না হয় সেই চিন্তা মাথায় রেখেই বাইক নিয়ে বের হয়েছেন তিনি। এছারাও যারা ঘুরতে, বের হবে , তাদের কে সচেতন করার জন্য আমি আজ বেড়িয়েছি এই প্রচার নিয়ে।
Recent Comments
অভিমান
on