২৭/১২/১৮,ওয়েবডেস্কঃউত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ বিডিও অফিস চত্বরে শুরু হলো রাজ্য ছাত্র যুব উৎসব এই অনুষ্ঠানের মাধ্যমে গোয়ালপুকুর এলাকার সমস্ত ছাত্রছাত্রী এবং যুবকেরা উপস্থিতিতে আলোরণ ছড়ায় গোয়ালপুকুর ব্লক এলাকায়।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর এর রাজ্য ছাত্র যুব উৎসব।
বৃহস্পতিবার সকালে গোয়ালপুকুর ১ ব্লকের বিডিও অফিসের ভবনে শুরু হলো যুব ছাত্র উৎসব’ উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মদক্ষ গোলাম রসূল এবং গোয়ালপুকুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুশতারী বেগম এবং গোয়ালপুকুর বডিও রাজু সেরপা বিশিষ্ট সমাজসেবী সত্য রঞ্জন বিশ্বাস উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুভ সূচনা হয়।