২৭/১০/১৮,ওয়েবডেস্ক,স্বপন পাল: আজকে উত্তর দিনাজপুরের জেলা সফরে দলীয় কর্মসূচিতে এসে সম্প্রতি খুন হয়ে যাওয়া দলীয় কর্মীর বাড়ি গেলেন তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
মাসখানেক আগে ইটাহার ব্লকের খামুড়া বুথের জনপ্রিয় তৃণমূল কর্মী বিকাশ মজুমদার খুন হয়ে যান। অভিযোগ অন্তর্দলীয় আক্রোশবশত: তাকে হত্যা করা হয়। আজ তাঁর বাসভবনে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করে সর্বতোভাবে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।
ইটাহারে এসে মৃত দলীয় কর্মীর বাড়ি গেলেন শুভেন্দু
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on