৭/১২/১৮,ওয়েবডেস্ক: রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের গোপলাতে রাজ্য সড়ক সংস্কারের দাবীতে সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে রাজ্য সড়ক সংস্কারের দাবীতে আজ শুক্রবার সকাল নটা থেকে গোপলা মোড়ে অবরোধ করেন স্থানীয় মানুষ। বেশ কঘন্টা অবরোধ চলার পর করনদীঘি যুগ্ম সমষ্টি উন্নয়ন অাধিকারিক অামিন মুর্মুর অাশ্বাসে অবরোধ ওঠে। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় বলে জানা গেছে। ডালখোলার তীব্র যানজট এড়াতে যাত্রীবাহী ছোট গাড়ী সহ অ্যাম্বুলেন্স বেঙ্গল টু বেঙ্গল এই রাজ্য সড়ককেই বেছে নেন। অবরোধকারীদের অভিযোগ , অত্যন্ত গুরুত্বপূর্ন এই রাজ্যসড়কটি দীর্ঘ ৫ বছর ধরে বেহাল হয়ে ছিল।
কিছুদিন আগে রাস্তা সংস্কারের সময় নির্মানকারী সংস্থা বড় অাকারের পাথর বসিয়ে দেয়। ফলে এই সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। অবিলম্বে রাস্তা করনদীঘি যুগ্ম সমষ্টি উন্নয়ন অাধিকারিক অাগামী সাতদিনের মধ্যে রাস্তাটির পুনরায় নির্মানকাজ শুরু করাবার প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ উঠে যায়।
বেঙ্গল টু বেঙ্গলের পথ মেরামতের দাবীতে রসাখোয়ায় পথ অবরোধ
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on