২২/১/১৯,ওয়েবডেস্ক,স্বপন পালঃ উওর দিনাজপুর জেলা করণদিঘী থানা বিলাসপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে মারুতি গাড়ির সাথে মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয় ১ জন। আহত ব্যক্তির নাম আফসার আলি, বাড়ি রায়গঞ্জ থানার পানিশালা কৃষ্ণমুড়ি গ্ৰামে ।
ঘটনায় আহত হয়েছেন জাহির আলি , আব্দুল কাদির। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণমুড়ি থেকে মোটর সাইকেল তিনজন ডালখোলা যাচ্ছিলো। বিলাসপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি মারুতি সুজুকি গাড়ির সাথে সংঘর্ষ হয় । দূর্ঘটনার পর মারুতি গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষ জন সহ সিভিক ভলেন্টিয়ার দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। দুর্ঘটনাগ্ৰস্থ মোটর সাইকেলটি পুলিশ আটক করেছে।