১২/২/১৯,ওয়েবডেস্ক,স্বপন পালঃইটাহার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় আহত এক মাধ্যমিক পরিক্ষার্থী। এদিন দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের লহুচড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র রনি হুসেন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে বাইক নিয়ে নিজেই চালিয়ে বাড়ি ফিরছিল মারনাই অঞ্চলের বরসিঙ্গার এলাকায়। বাড়ি যাবার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে মিরজাদিঘী এলাকায় একই সাথে বাইক নিয়ে যাওয়া অন্য বাইক আরোহী মাজিদূর রহমান(৪৫) হাঠাৎ সামনে চলে আসলে এই দূর্ঘটনা হয় বলে জানা যায়। জানা যায় মাজিদূর রহমানের বাড়ি মিরজাদীঘি এলাকায়। দুই জনেই গুরুতর আহত অবস্থ্যায় রাস্তায় পড়ে যায়। স্থ্যানীয় বাসিন্দারা দুই জনকেই তরিঘরি ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই জনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থ্যানান্তর করে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় ইটাহার থানার পুলিশ। বাইক দুটি আটক করেছে পুলিশ। জানা যায় কোন বাইক আরোহির মাথায় হেলমেট ছিল না।
ইটাহারে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় আহত এক মাধ্যমিক পরিক্ষার্থী
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on