৪/৩/১৯,ওয়েবডেস্ক,মুতাহার কামালঃরবিবার বিজেপির বাইক র্যালী পুলিশ আটকে দেয়। সে সময় বিজেপি নেতা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গ থেকে আগে বিজেপিকে সরাতে হবে এই মন্তব্য করেন। পরে এই খবরটিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিপাকে পরেছেন বিজেপি নেতৃত্ব।দলের অন্দরেই সমালচনার ঝড় উঠেছে। দায়িত্ববান নেতা হওয়ার পরে কি করে এমন মন্তব্য করতে পারেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচনা শুরু হতেই আজ অবশ্য সাহিন বাবু সাফাই দিয়ে বলেন টিএমসি বলতে গিয়ে মুখ ফসকে বিজেপি বেরিয়েছে। এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এরপর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। তৃণমূল কর্মীরা কটাক্ষ করে বলেন বিজেপির নেতারা বলছে বিজেপি কে সরাতে হবে, পশ্চিমবঙ্গে কোনদিনও বিজেপি ছিল না লোকসভা নির্বাচনে বিজেপি একটি সিটও পাবে না। শেষে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামে বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন, তিনি বলেন মুখ ফসকে বের হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়েরও মুখ ফসকে এমন কথা বের হয়, এর উদাহরন আছে। পশ্চিমবঙ্গ থেকে আগে বিজেপিকে সরাতে হবে “চোপড়ার বিজেপি নেতা শাহিন আখতারের এই বিতর্কিত মন্তব্যে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Recent Comments
অভিমান
on