২৮/১০/১৮,ওয়েবডেস্ক, স্বপন পালঃরবিবার সকালে সাপে কাটায় ইসলামপুরের মিলনপল্লী এলাকার
এক ব্যক্তির মৃত্যু হল। জানা গিয়েছে, ইসলামপুরের মিলনপল্লী এলাকার বাসিন্দা মানিক বিশ্বাস (৩৩) গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায় এক অনুষ্ঠান বাড়িতে বৈদ্যুতিক কাজে গিয়েছিলেন। কাজ শেষে এদিন ভোর রাতে সহকর্মীদের সাথে এক পরিত্যক্ত ঘরে বিশ্রাম নেন। সেসময় তাকে সাপে কাটে বলে অভিযোগ। সহকর্মীরা তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইমারজেন্সির চিকিৎসক মুমুর্ষ রোগীকে দেরি করে দেখতে আসায় ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিবারের পরিজনেরা।
সর্পদংশনে মৃত ১
Recent Comments
অভিমান
on