১৬/৩/১৯,ওয়েবডেস্কঃজাতীয় সড়কের একপার থেকে অপর পারে যেতে গ্রামের মানুষদের অনেকটা ঘুরে যেতে হয়। কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষদের কারো জমি হয়তো সড়কের একদিকে, বাড়ী সড়কের অপর দিকে। জমিতে উৎপাদিত ফসল জমি থেকে বহন করে বাড়ি নিয়ে যেতে তাদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয় রাস্তার মাঝে ডিভাইডারের পারাপারের পথ না থাকায়। তাই জাতীয় সড়কে রাস্তা পারাপারের জন্য ডিভাইডারের মাঝে পারাপারের জন্য ফাঁকা জায়গার দাবিতে ইটাহারের ভেন্দাবাড়ির গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়
Recent Comments
অভিমান
on