২১/০২/১৯,ওয়েবডেস্ক,স্বপন পালঃউওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের টুঙ্গিদিঘীতে অনুষ্ঠিত হল নমঃশূদ্র সমাবেশ। এই অরাজনৈতিক সমাজিক সংগঠনের অনুষ্ঠানপ উপস্থিত ছিলেন পার্থ বিশ্বাস ,ভজহরি রায় ,মিনা মহন্ত , তরুণকান্তি বিশ্বাস , সরোজ রায় ,সুখেন মজুমদার , পুষ্পা চৌধুরী, উন্নতি বিশ্বাস। এই নমশূদ্র সংগঠন অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং নতুন জেলা কমিটি গঠন হয় ।
Recent Comments
অভিমান
on