২১/১/১৯,ওয়েবডেস্ক,স্বপন পালঃ২১ জানুয়ারি ইটাহারে মুখ্যমন্ত্রী মমতা ব্যান্যাজীর ছবির অবমাননার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে অনিদিষ্ট কালের জন্য বিক্ষোভ সামিল হলো তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ঘটনাটি ইটাহার ৬ নং গ্রাম পঞ্চায়েত অফিসে। এক সরকারি কর্মী মৃনাল রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত অফিস প্রধান ও উপ প্রধানের ঘরের দেয়ালে লাগানো ছিল কিন্তু আজকে ছবিটি দেওয়ালে না দেখতে পেয়ে খুজতে গিয়ে দেখি সেটি পঞায়েতের প্রধানের পাশে উপ প্রধান এর বসার টেবিল চেয়ারে পাদানির উপর রাখা আছে।
এদিন এখবর ছড়িয়ে পড়তেই তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ভীর জমায়, অফিসে। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ইটাহার থানার পুলিশ সহ বিডিও রাজু লামা পঞায়েত অফিসে আসেন। সমিতির সভাপতি আবদুস সামাদ ,ব্লক তৃনমূল সভাপতি অমিত গাঙ্গুলী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি পঞায়েত প্রধান এর ঘরে ঝোলানো ছিল কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিএম পরিচালিত পঞায়েত প্রধান, উপ প্রধান সহ তাদের কর্মীরা ষড়যন্ত্র করে টেবিলের নিচে রেখেছে যেখানে পা রাখা হয়েছে। তাই আমরা মনে করি এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অপমানিত হয়েছে রাজ্য। তাই সুবিচারের দাবিতে অনিদিষ্ট কালের জন্য পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হল। ইটাহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে যাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে পঞায়েত প্রধান অশোক বর্মন বলেন, চেয়ারের পায়ের তলায় কি করে এল মূখ্যমন্ত্রীর ছবি জানা নেই।যদিও এব্যাপারে ইটাহারের বিধায়ক সহ তৃনমূল কংগ্রেস জেলা সভাপ্রতি অমল আচায্য বলেন দুঃখ জনক ঘটনা, মমতা ব্যানার্জী আমাদের দলনেত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী। যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন মূলক কাজ করে চলেছে সেখানে বিরোধীরা মুখ্যমন্ত্রীকে অপমানিত করছে। এরা সৃষ্টাচার, সৌজন্য বলে কিছুই জানেনা। ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উপপ্রধান শাস্তি দাবি মিছিল বের করেন ।