২৫/০৯/১৮,ওয়েবডেস্কঃবেংগল প্ল্যাটফর্ম অব মাস অর্গানাইজেশান(BPMO)এর অধিকার যাত্রা একটু আগে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা থেকে রায়গঞ্জ মহকুমায় প্রবেশ করল নাগর সেতু পেরিয়ে।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, রায়গঞ্জ-রূপাহার ৩৪ নং জাতীয় সড়ক নির্মাণ, নারী নির্যাতন মুক্ত সমাজ, কুলিক সেতুর সংস্কার, তিস্তা প্রকল্প রূপায়ণ ইত্যাদি নানা দাবী নিয়ে অধিকার যাত্রা এগিয়ে চলেছে বারোদুয়ারীর দিকে। কোচবিহার থেকে কলকাতা এই অধিকার যাত্রা ১৮ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৭শে সেপ্টেম্বর অবধি চলবে। উৎসাহী সদস্য ও সমর্থক সহ এই অধিকার যাত্রায় ছিলেন উত্তর দিনাজপুর জেলা সিপিআই এমের সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগর পেরিয়ে অধিকার যাত্রা এখন রায়গঞ্জ মহকুমায়
Recent Comments
অভিমান
on