1/12/2018, ওয়েবডেস্ক : গোটা রাজ্যে যখন শাসকদলের ভরা বাজার ঠিক তখনই উত্তর দিনাজপুরের দোমোহনার রহটপুর হাই মাদ্রাসাতে ভরাডুবি হল তাঁদের। আজ রহটপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতিতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করল বামেরা। নতুন সম্পাদক হলেনমহম্মদ আমিরুল হক। ১৫ সদস্য বিশিষ্ট এই পরিচালন সমিতির সম্পাদক ও ২ জন অভিভাক সদস্যের সন্তান মাদ্রাসা থেকে পাস করে বেরিয়ে গেলে তাঁদের সদস্যপদ খারিজ হয়ে যায়। আজ ছিল নতুন সম্পাদকের নির্বাচন। ১২ সদস্যের মধ্যে ৭ জন সদস্য বামেদের ভোট দিলে মহম্মদ আমিরুল হক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
Recent Comments
অভিমান
on