১১/৩/১৯, ওয়েবডেস্ক, মোতাহার কামাল,
চোপড়া:- সোমবার সকালে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার-সহ ২ জন। ঘটনার জেরে থমথমে এলাকা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। লোকসভা ভোটের দিন ঘোষণা হতেই ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। যানা গিয়েছে এক সিভিক ভলান্টিয়ার নিগ্রহের ঘটনা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা। ২ রাউন্ড গুলি চালানো হয় সেই গুলিতে গুলিবিদ্ধ হন ওই সিভিক ভলান্টিয়ার- সহ এ লাকার এক বাসিন্দা। তাঁর নাম মহম্মদ হাসিব। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে গোটা এলাকা। কংগ্রেস কর্মীরা লক্ষ্মীপুর বাজারে পথ অবরোধ ও মিছিল করে, মহঃ মহসিন আক্তার, চোপড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি নেতৃত্বে।