ওয়েবডেস্কঃ
দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে পর্যটকদের এক অভিনব উপহার দিল কেন্দ্র। আসলে দেশের ৭৫ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের যেকোন স্মৃতি সৌধ, ঐতিহাসিক স্থানে বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন পর্যটকরা। এই সুযোগ পাওয়া যাবে আগামী ৫ অগাস্ট থেকে ১৫ অগাস্ট অবধি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা মোট সাড়ে তিন হাজার স্থান দর্শনে এই সুযোগ মিলবে বলে জানা গেছে।
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই গোটা বছর টাই উদযাপনের পরিকল্পনা করেছে কেন্দ্র। দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’।
অন্য দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবিতে তেরঙ্গার ছোঁয়া রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। প্রধানমন্ত্রী দেশের প্রতি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন করেন ৩১ জুলাই ‘মন কি বাত’ অনুষ্ঠানে।