ওয়েবডেস্কঃ
আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস। সকাল থেকেই এই দিনটি উদযাপন করলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বড়োল গ্রামের আদিবাসী মানুষেরা।
এদিন হুলদিবসের পালনের পাশাপাশি আদিবাসী এলাকায় সাঁওতালি অলচিকি মাধ্যমের স্কুলের দাবি জানালেন এলাকার মানুষজন। তাদের অভিযোগ,আদিবাসী এলাকাগুলো এখনো শিক্ষায় পিছিয়ে রয়েছে।
৯৫ শতাংশ আদিবাসী মানুষ দরিদ্র সীমানার নীচে বসবাস করে।এলাকায় বিশেষ কাজ না থাকায় ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন হাই স্কুল শিক্ষক অনিল মুর্মু, সিডিআর মনোজ মুর্মু, ক্লাব সম্পাদক গুলসেন হাঁসদা সহ অন্যান্যরা।