জয়ন্ত সাহা
চাইলে সুখ
কষ্ট দেব
নষ্ট কিছু
শব্দ দেব,
চোখ জ্বালানো
স্বপ্ন দেব
ইচ্ছে মতো
কামড়ে দেব
আঘাত জুড়ে
মলম দেব।
পাল তোলানো
নৌকা দেব
কদম ভেঁজা
সন্ধ্যা দেব
অপেক্ষার-ই
প্রহর দেব
চলতি পথে
কাঁটা হব।
ছন্দে ভরা
পদ্য দেব
পদ্মা নদীর
দলিল দেব।
রেশমি চুরির
দোকান দেব
নব্য জাগা
চর দেব
তালপাতার
পাখা দেব
বাবুই পাখির
বাসা দেব
শিউরে ওঠা
আঁধার দেব
বিপ্লবী এক
মঞ্চ দেব।
টাইলস বাঁধানো
ঘর দেবনা
সোনালি রং
দুল দেবনা,
ঝাড় বাতিটার
ঝুল দেবনা
কণ্ঠে মণি
হার দেবনা
বেনারসির
পাড় দেবনা।
সাধারণ এক
মানুষ দেব
ভালবাসার
চাদর দেব,
ইচ্ছে হলে
থাকতে পারিস
পুরো জীবন
জাগতে পারিস
একসাথে পা
ফেলতে পারিস
ইচ্ছে হলে
আমার আকাশ
নিতেও পারিস
সবটুকু শ্বাস
মুখোশটা নয়
মুখটাকেই
দেখতে পারিস
দেখতে পারিস।