
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন।
পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন জানান পঞ্চায়েত সমিতির মাধ্যমে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সৌন্দর্য রূপায়ণ করা হবে ও একাধিক ঘর তৈরি হবে।
তার আগে স্বাস্থ্য কেন্দ্রের বি ও এম ও এইচ কে নিয়ে পরিদর্শন করা হল। তাই তিনি এই দিন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আসেন বলে তিনি জানান। খুব শিগগিরই এ কাজগুলো শুরু করা হবে। জানিয়েছেন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের অধিকর্তারা।