
এসপিএল নৈশ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল চাঁচলের রানীকামাত রিফা দল। মালদার চাঁচলের শীতলপুরে যুবকদের উদ্যোগে একটি নৈশ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয় শনিবার।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫ টি ক্রিকেট দল টুর্নামেন্টে অংশ নেয় শীতলপুরে। ফাইনালের মুখোমুখি হয় হরিশ্চন্দ্রপুরের বিষনপুর ও চাঁচলের রানীকামাত রিফা দল।
‘ম্যান অব দ্য ম্যাচ’ ও ম্যান অব দ্য সিরিজ হয় চ্যাম্পিয়ন দলের ফিরোজ আলী।
চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ নগদ অর্থে পুরস্কৃত করা হয়েছে বলে জানান হয়েছে উদ্যোক্তদের তরফে।