ওয়েবডেস্কঃ
শনিবার সকালে গোয়ালপোখর ১ নং ব্লকের অন্তর্গত পান্জিপারা বাজারের নিকটবর্তী রেলগেট কে কেন্দ্র করে বিবাদ ,চাঞ্চল্য এলাকায়।
উল্লেখ্য পান্জিপারা বাজারের নিকট বর্তি রেলগেটের কর্মচারী রেল আসার সময় হয় যাবার কারণে রেলগেট বন্ধ করে দেয়। যার জেরে রেলগেটের দুদিকে মানুষের জমায়েত হয়ে যায়।
কিন্তু কিছু স্থানীয় এলাকার মানুষেরা তাকে অনুরোধ করে যে রেল গেট খোলার জন্য,। কিন্তু রেল আসার সময় হয়ে গেছে বলে তিনি খুলতে রাজি হন না। এতে স্থানীয় কিছু এলাকার মানুষরা অত্যন্ত রেগে যায় বেল কর্মচারীর বিরুদ্ধে। রেল যাওয়ার পর তাকে বেধড়ক মারপিট করে বলে অভিযোগ তুলেছেন রেল কর্মচারী।পরে খবর দেওয়া হয় পান্জিপারা ফাঁড়ির পুলিশকে ।
পুলিশ এসে তদন্তে নেমেছে।