ওয়েবডেস্কঃ রাতের অন্ধকারে মহারাষ্ট্রের রাস্তায় ঘটে গেল এক ভয়ংকর গাড়ি দুর্ঘটনা। মৃত বিজেপি বিধায়কের ছেলে সহ সাত ডাক্তারি পড়ুয়া। একটি বন্য পশুকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গেছে পুলিশি সূত্রে।
সোমবার রাত প্রায় ১১ টা নাগাদ ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনও এক বন্য জন্তু। চালক ব্রেক কষতেই গাড়ি উল্টে পড়ে পাশের নর্দমায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাঙডালের ছেলে আবিষ্কার সহ আরও সাত মেডিক্যাল পড়ুয়ার।
ঘটনায় শোক প্ৰকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছেন তিনি।