ওয়েব ডেস্ক : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নাইট উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করঞ্জি গ্ৰাম পঞ্চায়েতের বেশ কয়েকটি ক্লাবের সদস্যদের হাতে নিজস্ব উদ্যোগে ভলিবল তুলে দিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাইর আব্বাস ও তৃনমূল শিক্ষক নেতা জাবেদ মিয়াদাত।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰাম পঞ্চায়েত সদস্য আমেনুল ইসলাম, ফরিকুল ইসলাম, আব্দুল মাতিন সহ আরো অনেকে। কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য রেজা জাইর আব্বাস জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা হবে তাই উন্নয়নের খেলা হচ্ছে। করঞ্জি পঞ্চায়েতের বেশ কয়েকটি ক্লাবে নিজস্ব উদ্যোগে ভলিবল দেওয়া হলো। ক্লাবের সদস্য মাইনুল হক জানান, আজ করঞ্জি গ্ৰাম পঞ্চায়েতের বেশকিছু ক্লাবের সদস্যদের হাতে ভলিবল তুলে হয়েছে।