কলমে আভা সরকার মন্ডল
পূর্বাশ্রমের নাম ছিল তার
নরেন্দ্রনাথ দত্ত
পরিব্রাজক হয়ে নিলেন
বিবেক নামের স্বত্ত্ব ।
পাঁচটি বছর পদব্রজে ই
ভারত ভ্রমণ করে
জনগণকে বাঁধেন তিনি
স্নেহপ্রীতির ডোরে ।
বারাণসী থেকেই যে তাঁর
যাত্রা ছিল শুরু
অনুগত সকলেই হয়
মেনে তাঁকে গুরু ।
হিন্দু পুনর্জাগরণের
তিনি ছিলেন হোতা
তাঁর কথাতে আকৃষ্ট হন
সব ধরনের শ্রোতা ।
শিকাগোতে অনুষ্ঠিত
ধর্ম সম্মেলনে
হিন্দু ধর্মে আস্থা তিনি
জাগান সবার মনে ।
হিন্দুধর্ম অন্যতম
প্রধান ধর্ম বলে
স্বীকৃতি পায় সভাতেই, তাঁর
বক্তব্য শেষ হলে ।
রামকৃষ্ণ মঠ,মিশন তিনি
গড়েন দেশে ফিরে
মানবজাতির কল্যাণে যে
হুগলি নদীর তীরে ।
যুব দিবস পালিত হয়
জন্মদিনে তাঁর ই
জন্ম যে তাঁর শুভক্ষণে
১২-ই জানুয়ারী ।
কলমে লিপিকা নন্দী
ভক্তি- বেদান্ত- দর্শনে পন্ডিত
তুমি ভারত বিবেকানন্দ,
বিশ্বে প্রচারো সর্বধর্ম সমন্বয়
তুমি বিশ্ব বিবেকানন্দ।
তুমি দিলে বাণী
একতাই বল,
ভাই ও ভগিনী
এসো হে সকল।
জীবে প্রেম করো,
সেবা করো অধমে;
শপথ নিয়েছো
এ ভারত- ভূমে;
এক ভারতের স্বপ্ন দেখাও
তোমার দৃপ্ত মন্ত্রে।।
তোমার জ্ঞানে, তোমার কর্মে,
তোমার মহান মানব ধর্মে,
ভারত আবার বিশ্বসভায়
মহান আসন লবে।
তুমিই বিশ্ব- পথিক,
তুমি বিশ্ব- পরিব্রাজক–
ভারত বিবেকানন্দ;
বিশ্বে প্রচারিছ জ্ঞানের বাণী
তুমি বিশ্ব- বিবেকানন্দ!!