Categories
রায়গঞ্জ

রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত কিশোরের মৃত্যু

ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে সোমবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কভিড ওয়ার্ডে মৃত্যু হল এক কিশোরের। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, গত পয়লা জানুয়ারি প্রবল শ্বাসকষ্ট ও প্রচন্ড জ্বর নিয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতির বদলে অবনতি হতে শুরু করলে ঐ কিশোরকে CCU তে স্থানান্তরিত করা হয়। তার লালারস পরীক্ষা করতে পাঠালে ৮ ই জানুয়ারি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ১২ বছরের ঐ কিশোরকে কভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। গতকাল সেখানেই মৃত্যু হয় ঐ কিশোরের।এমনটাই জানিয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়।

150

Leave a Reply Cancel reply