Categories
রায়গঞ্জ

স্কুল খোলার দাবিতে রায়গঞ্জে পথসভা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির

ওয়েবডেস্কঃ দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। ভবিষ্যৎ অন্ধকারের মুখে নতুন প্রজন্ম। এই কারণে অবিলম্বে স্কুল খোলার দাবিতে সই সংগ্রহ ও পথসভা করলো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ এই পথসভা সংগঠিত হলো রায়গঞ্জের স্থানীয় ঘড়ি মোড় এলাকায়।

এই করোনা পরিস্থিতিতে হাট-বাজার , নির্বাচন , সভা, মিটিং-মিছিল ,বাস-ট্রেন সহ পঠন-পাঠন বাদ দিয়ে সবকিছুই চলছে তার নিজস্ব গতিতে। শিক্ষকেরা প্রতিদিন আসছেন স্কুলে কিন্তু বন্ধ পঠন-পাঠন। খিল খোলা নিয়ে রাজ্যসরকারের এই গড়িমসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই পথসভা বলে জানানো হলো উত্তর দিনাজপুর জেলার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে।

43

Leave a Reply Cancel reply