
ঈশিতা দে সরকার
যাদবপুর বাসস্ট্যান্ডের পাশের ফুটপাতে ফুলের দোকান। রজনী গন্ধা,জুঁই,বেলি, জারবেরা….
মহানগরীর পথ নাটিকায় ফুলেরা মহড়া দেয়।
মৃত ফুল। জন্ম মৃত্যু বিয়ের সাক্ষ্য দিতে যায়। মফস্বলি হৃদয় খুঁজে বেড়ায় কোন এক পুরোনো পৃষ্ঠা। খুঁজে বেড়ায় গঞ্জ সম্পর্কের ভেজা চোখ। অটো লাইনে দাঁড়িয়ে অন্যমনস্ক পা। হাত চলে যায় অগোছালো গালের গন্ধের দিকে। অজস্র ফুলের থেকে একটা বুনো নাম না জানা ফুল স্বপ্নে সংলাপ মুখস্থ করে।ভোর বেলা উঠে দেখি মাথায় জড়িয়ে আছে ছেঁড়া পর্দার রঙ। অচেনা কে ভালবেসেছি চিরকাল। স্রোতের বিপরীতে ডিঙ্গা ভাসাবো বলে রঙিন কাগজ কুড়িয়েছি। জানি,হু হু করবে জীবন,পুড়ে ছাই হবে সময় নামক ইস্তেহারও। তবু ভালবাসি,ভালবাসা তো দিনবদলের ও আরেক নাম।