
বিদ্যুৎ রাজগুরু
যদি হাঁটো একসাথে
আমি যেতে পারি তোমার কাছে
দিতে পারি উপড়ে আস্ত চাঁদ
তোমার সোহাগী হাতে
ভালোবাসা যখন হিম হয়ে আসে
তর্জনী তুলে চিনিয়ে দিতে পারি
লতাগুল্ম আর পথের বাঁক
কিংবা সুরেলা পাখির ঝাঁক
পথের ক্লান্তি ভুলে
যদি তুমি হাঁটো একসাথে
বিস্তৃত বিপুল মাঠে
আমি যেতে পারি তোমার সাথে।
স্রোতের ঘূর্ণি যখন নদীর বুকে
মেঘের বুকে বিভাবরী
নিচু মেঘ হয়ে আমি নির্ঘাত
ছুঁয়ে যেতে পারি তোমাকে
অদৃশ্য তফাতে
যদি হাঁটো একসাথে।