Categories
জেলা

ইসলামপুরের নেতাজি পল্লীর একবাড়িতে দুঃসাহসিক চুরি

ওয়েবডেস্কঃ রাতের অন্ধকারে খালি বাড়ি থেকে চুরি গেলো টাকা ও সোনা ও গয়না । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নেতাজি পল্লী এলাকায় ।

পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে বাড়িতে কেউ ছিল না এরপর সকালে বাড়িতে ঢুকতে গেলে তালা ভাঙ্গা দেখে সন্দিহান হন সকলে । এরপর ঘরে ঢুকে দেখেন ভিতরের টাকাসহ সোনা গয়না সবই উধাও।

ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ।

70

Leave a Reply Cancel reply