
ওয়েব ডেস্ক : সিপিআইএম এর দুইদিনব্যাপী ২৩ তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন শেষে গঠিত নতুন জেলা কমিটিতে তারুণ্যের ছোঁয়া। দায়িত্ব নিলেন নতুন জেলা সম্পাদক।
আজই শেষ হলো সিপিআইএমের ২৩ তম উত্তরদিনাজপুর জেলা সম্মেলন। বিদায়ী জেলা সম্পাদক অপূর্ব পাল এর হাত থেকে জেলা সম্পাদক এর দায়িত্বভার গ্রহণ করলেন সিপিআইএমের দাপুটে নেতা আনোয়ারুল হক। প্রাক্তন স্কুল শিক্ষক আনোয়ারুল হক চোপড়ার প্রাক্তন বিধায়ক। তিনি বাম জমানায় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন বেশ কিছুদিন।
এবার জেলা কমিটির নির্বাচনে লক্ষণীয় ভাবে তারুণ্যের ছোঁয়া দেখা গেল।জেলা কমিটির ৪০ জন সদস্যের মধ্যে একজনের নির্বাচন এখনো বাকি। বাদ বাকি ৩৯ জন সদস্যের মধ্যে নতুন সদস্য পদ পেলেন ১৮ জন। বর্তমানে জেলা কমিটির চালচিত্র খতিয়ে দেখলে দেখা যাবে মোট সদস্যের প্রায় অর্ধেকর বয়স ৪০ এর নিচে। নবগঠিত জেলা কমিটি সর্বকনিষ্ঠ সদস্য মিনতি হেমব্রমের বয়স ২৯ বছর।